আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ২:৪১ pm |
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি পালিত হয়েছে।

বুধবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় ধর্মীয় আলোচনা সভা শেষে উপজেলা সকল সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের করে।

অপরদিকে সাবরেজিষ্ট্রী অফিস বাজার সংলগ্ন স্থান হতে শ্রী শ্রী গীতা সংঘের ব্যানারে এবং বুড়িমাতলা কলেজপাড়া কালি মন্দির হতে উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসাবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

অনুষ্ঠানে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা, পুজা উদযাপন পরিষদ সভাপতি বরুন কুমার সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক রনজিত কুমার পাল, গীতা সংঘ সাধারণ সম্পাদক সুব্রত মোহন কুন্ডু প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে স্বস্ব স্থানে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ দেয়া হয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে