বিএনপির নেতৃত্বে যুগপতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ১:৪৯ pm |
বিএনপির নেতৃত্বে যুগপতের নতুন কর্মসূচি ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক :  অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শনিবার যুগপৎভাবে গণমিছিল কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

এরআগে একই দাবিতে ঢাকাসহ সারা দেশে কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকায় কালো পতাকা গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো। এ ছাড়া পর দিন শনিবার (২৬ আগস্ট) ঢাকার বাইরে সব মহানগরে এই কালো পতাকা গণমিছিল করে তারা।

ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকার গণমিছিল হয় দুটি। একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়াগঞ্জ পর্যন্ত। দুই মহানগরের কর্মসূচিই বিকেল ৩টায় শুরু হয়।

মহানগর দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরের কর্মসূচিতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে