শিবগঞ্জে ১৪’শ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩; সময়: ৪:৩৩ pm |
শিবগঞ্জে ১৪’শ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৪’শ কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাই প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। তিনি বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভর্তুকিমূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে।

এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার। এমন সব সুবিধা আগে কোনো সরকার দেয়নি। তাই আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এতে স্বাগত বক্তা ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে