সুজানগরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩; সময়: ১২:০৫ pm |
সুজানগরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরের গাজনার বিলে নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া সৈকত হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের গাজনার বিলের বাদাই এলাকা থেকে ভাসমান অবস্থায় স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

সৈকত সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের মধুপুর (উত্তরপাড়া) গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। স্থানীয় মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, সৈকত তার বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন মেধাবী ছাত্র এবং তার শ্রেণী রোল ছিল (০৩)।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত জানান, গত শনিবার বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে সৈকত গাজনার বিলের খয়রান ব্রীজ এলাকা থেকে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে