দূর্গাপুরে পুলিশের তৎপরতায় নিখোঁজ সার্ভেয়ারের সন্ধান মিলেছে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কায়ামাজমপুর গ্রামের খালেদ রোজা মোহাম্মাদ সোহেল অরোফে টুটুল (৫০) নামের এক সার্ভেয়ার গত তিন দিন ধরে নিখোঁজ হওয়ার পরে দূর্গাপুর থানা পুলিশের তৎপরতায় তার সন্ধান পাওয়া গেছে।
বর্তমানে তিনি চট্রগ্রাম তার মায়ের কাছে রয়েছে।বোরবার সকালে দূর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিৎ করেন।
পুলিশ জানায়, কয়ামাজমপুর গ্রামের মৃত নুরুর রেজা মোহাম্মাদ শরীফের বড় ছেলে গত ৩১ শে আগস্ট কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাত আনুমানিক ৯ টার দিকে। তার পরে ৩ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান না পেয়ে গত ২ সেপ্টেম্বর শনিবার তার স্ত্রী কয়ামাজমপুর গ্রামের মৃত আমিনুল ইসলাম সরদারের ছোট মেয়ে শামীমা আক্তার দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে।
তার পরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে এসআই আব্দুর রাজ্জাক। দ্রুত পুলিশের তৎপরতায় রোববার সকালে সন্ধান পাওয়া যায় সার্ভেয়ার টুটুলের। প্রাথমিক ভাবে তদন্ত করে পুলিশ জানতে পারে, অভিমান করে কাউকে না বলেই চট্রগ্রাম তার মায়ের কাছে চলে যায় সে। তবে সে বাড়িতে আসলে তার কাছে বিস্তারিত জানা যাবে, কেন এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও জানান এসআই আব্দুর রাজ্জাক।