সিনেমার হিরোদের হার মানাবে আরমান মালিকের বিয়ের প্রস্তাব

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩; সময়: ১২:০২ pm |
খবর > বিনোদন
সিনেমার হিরোদের হার মানাবে আরমান মালিকের বিয়ের প্রস্তাব

পদ্মাটাইমস ডেস্ক : নিজের অনেক জনপ্রিয় গানে এতদিন শ্রোতাদের মন জয় করেছেন আরমান মালিক। এবার সিনেমার হিরোদের মতো প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন এ গায়ক। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।

ফ্যাশন ব্লগার আশনা শ্রফের সঙ্গে অনেক দিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন আরমান। এবার দিলেন বিয়ের প্রস্তাব। অনেকেই মনে করছেন সিনেমার হিরোদেরও হার মানাবে আরমান মালিকের এমন বিয়ের প্রস্তাব।

জানা গেছে, প্রপোজের আগে আশনাকে কিছুই বলেননি আরমান। সুন্দর সাজানো এক বাগানে শুটিংয়ের অজুহাতে তাকে ডেকেছিলেন। প্রথমে কিছুই বুঝতে পারেননি আশনা।

তাকে লুকিয়েই মাঠে পৌঁছান আরমান। হাতে ছিল গিটার। প্রেমিককে অবাক করে আরমান সুর ধরেন ‘কসম সে’ গানে। প্রেমিকের গান শুনেই আশনা আন্দাজ করে ফেলেন কী হতে চলেছে। আনন্দে তার চোখে পানি চলে আসে।

ভিডিওতে দেখা যায়, গান শেষ করেই প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন আরমান মালিক। আংটি পরিয়ে দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।

সম্মতি পাওয়া ছিল শুধুই কিছু সময়ের অপেক্ষা। তাদের এই রূপকথার প্রেম কাহিনি ‘কসম সে’ নামেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এ গায়ক। ইউনূস

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে