কেশরহাটের কেজি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩; সময়: ৮:৩৪ pm |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট মনিরুল মেমোরিয়াল একাডেমি কেজি স্কুলের ২০২২ সালে ১৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে স্কুল চত্তরে এ আয়োজন করা হয়।
এছাড়া মেমোরিয়াল কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সকল শ্রেণীর ১ম ও ২য় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন ইসমত আরা।
সংবর্ধনা অনুষ্ঠানে মনিরুল মেমোরিয়াল একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মোহসিন আলী, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম গাইন, শ্রীপুর রামপুর ডিগ্রি কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম তোতা, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, কেশরহাট পৌরসভার কার্য-সহকারি মেজবাইল হক সাগর, কেশরহাট পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামানসহ স্কুলের শিক্ষক কর্মচারিবৃন্দরা।
পরে স্কুল প্রাঙ্গনে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।