গোদাগাড়ীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩; সময়: ২:২৫ pm |
গোদাগাড়ীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী ফরহাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারী মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ সূত্র জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল গোদাগাড়ী পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলীফুর জুম্মা মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ফরহাদের কাছে থাকা ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদক মাদকদ্রব্র মামলা বিচারাধীন আছে । সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে