এনায়েতপুরে যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩; সময়: ৪:২০ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পারবাদ সংলগ্ন যমুনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।
চৌহালী নৌ পুলিশের ওসি ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে মরদেহটি ভাসমান দেখে স্থানীয়রা পুলিশকে জানালে গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে ছিল ছোট সবুজ রঙের প্যান্ট।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ কয়েকদিন আগের। ফলে শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত না হলে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।