ধামইরহাটে ওসি মোজাম্মেল হককে বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মিডিয়া বান্ধব অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ধামইরহাট উপজেলা পাবলিক লাইব্রেরীতে অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীকে ত্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
দেশের উন্নয়ণ অগ্রযাত্রায় মফস্বল এলাকায় ও উপজেলা পর্যায়ে বিনা বেতনে সেবা প্রদানকারী সাংবাদিকদের অবদান রয়েছে উল্লেখ করে বিদায়ী বক্তব্যে সাংবাদিকবন্ধু অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, ‘ধামইরহাটের সাংবাদিকদের সহযোগিতায় ধামইরহাটের সকল জনসাধারণকে আইনের সঠিক সেবা দিতে পেরেছি বলে আশা রাখি এবং আমি মান্দা থানায় যোগদান করেছি।
সেখানে সঠিক ও ন্যায্য পথে থেকে মান্দা উপজেলায় যেন আইনি সেবা দিতে পারি সে লক্ষে আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন।’
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মালেক, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপন, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, উজ্জ্বল হোসেন, একে নোমান হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ।