মহাদেবপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ৫:২৮ pm |
মহাদেবপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরধরে রোপণকৃত কলাগাছ কেটে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার মহিষবাথান (বামনদহ) গ্রামের আহম্মদ আলী বাদী হয়ে মঙ্গলবার (২৯ আগষ্ট) থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মহিষবাথান (বামনদহ) গ্রামের মজিবর রহমানের ছেলে হবিবর রহমান ও নুরনবী মিলে আহম্মদ আলীর কবলাকৃত জমিতে লাগানো কলাগাছগুলো কেটে ফেলে জমিটি দখলের চেষ্টা চালায়।

এসময় বিষয়টি জানতে পেরে আহম্মদ আলীসহ কয়েকজন এগিয়ে গেলে হবিবরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে মারধরের চেষ্টা চালায়। পরে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে