আ’লীগ নেতা মুনসুর মাস্টারের মৃত্যুতে এমপি এনামুলের শোক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ১০:৩৬ am |
আ’লীগ নেতা মুনসুর মাস্টারের মৃত্যুতে এমপি এনামুলের শোক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি ও বইকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মুনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন।

মরহুম মাস্টার মুনসুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে