রাজশাহী জেলা ডিবির হাতে ১৪ মামলার আসামী হেরোইনসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট রাজশাহী জেলার দুর্গাপুর বহরামপুর মধ্যপাড়া হতে ১৪ মামলার আসামী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: শহিদুল ইসলাম (৪২)। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজা সরকারের নেতৃত্বে এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহরামপুর মধ্যপাড়ার মো: শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি সময় ১০০ গ্রাম হেরোইসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত মো: শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৪ টি মামলা রয়েছে।