মান্দায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শোক র্যালি, আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল বাকী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, জেলা আওয়ামী লীগের সদস্য নাসরিন সাবিহা আক্তার বানু ও সুলতান মাহমুদ রায়হান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও আব্দুল লতিফ শেখ, সহসভাপতি প্রবীণ কুমার দাস, অনুপ কুমার মহন্ত ও আবুল কালাম আজাদ মির্জা মাহবুব বেগ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গোলাম মোস্তফা ও নজরুল ইসলাম, সদস্য মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দীদ আল হাবীব মারুফ, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।