জাতীয় শোক দিবস ও আজিজুল আলম বেন্টুর মাতার ‍মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৪:৪৫ pm |
জাতীয় শোক দিবস ও আজিজুল আলম বেন্টুর মাতার ‍মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুর মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং একই দিনে বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টুর মাতা রাবেয়া খাতুনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও যোহর নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

দোয়া শেষে এলাকার অসহায়, দুঃস্থ ও গরীব মানুষদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও তার বড় ভাই রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি রবিউল আলম বাবু।

রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু জানান, আজকের দিনটি অত্যান্ত বেদনা দায়ক ও আবেগের দিন। বঙ্গবন্ধু দেশকে অন্যভাবে পরিচিত করেছিলেন বিশ্বের কাছে। আজকের এইদিনে যারা স্বাধীনতা চাইনি তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশকে পিছিয়ে ফেলে দিতে চেয়েছিলো।

তারাই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে ফেলে তাকে হত্যা করেছিলো আজকে সেই শোকের দিন। পাশাপাশি আমার মায়ের ১৫ আগস্ট মৃত্যুবার্ষিকী সব মিলিয়ে দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টু বলেন, আগস্ট মানেই শোকের মাস। এছাড়াও আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই আগস্ট মাসেই মৃত্যুবরণ করেছেন।

এই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমার বড় ভাই ১৪ আগস্ট, বাবা ২৯ আগস্ট মারা গেছেন। এই কারণে আগস্ট মাস শোকের মাত্রা আমাদের আরো বাড়িয়ে দেয়।

পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধুকে এই দিনে সপরিবারে হত্যা করা হয়। সব মিলিয়ে আমরা পারিবারিকভাবে গভীর শ্রদ্ধার সহিত পালন করি এই দিবসটি। যারা এই দিনে মারা গেছেন তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সিনিয়র সদস্য হাসিবুর রহমান শাওনসহ আজিজুল আলম বেন্টুর পরিবারের অন্যান্য গণমাণ্য ব্যক্তিবর্গ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে