নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৩:৫৪ pm |
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ৯ টায় কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান এবং কলা ও বিজনেস স্টাডিস অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে