শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মেয়ে হামলায় আহতের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মেয়ে হামলায় আহতের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে বীরমুুক্তিযোদ্ধার মেয়ে গোলাপী খাতুনকে (২৮) পিটিয়ে আহতের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লার মৃত ফজর মোন্নার ছেলে মিনহাজুল (৬০) ও তার ছেলে জুয়েল (৩০)। এর আগে শনিবার রাতে আহত গোলাপী খাতুন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টার দিকে চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লায় জমিজমা বিরোধের জেরে বসতবাড়িতে পুরুষ মানুষ না থাকার সুবাদে পূর্ব পরিকল্পিতভাবে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিতভাবে গোলাপীর উপর হামলা চালায়।

এ সময় তিনি আহত হন। কেড়ে নেওয়া হয় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের মালা। পরে তার শ্লীলনতা হাটি ঘটায় তারা। একই সঙ্গে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ সময় স্থানীয়রা আহত গোলাপীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তি চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লার আলাউদ্দিনের স্ত্রী ও মরহুম বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিনের মেয়ে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে