কাটাখালী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
কাটাখালী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও পৌরযুবলীগের আহ্বায়ক জনির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান। এসময় তার সাথে পরিষদের অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিয়ম মেনে কাটাখালী পৌরসভার বালুর ঘাটের টোল আদায়ের ইজারা দেওয়ায় ক্ষিপ্ত হন ভারপ্রাপ্ত মেয়র। তিনি চেয়েছিলেন ইজারা না দিয়ে ওই ঘাটে ট্রাকের টাকাগুলো হরিলুট করতে। গত বছর আড়াই কোটি টাকায় টোল আদায়ের ইজারা দিয়ে ৭০ লাখ টাকা পরিশোধের পর বাকি টাকা আর পরিশোধ করেননি।

তবে পরিষদের সকলে মিলে এবার ওই ঘাট ইজারার দেয় দেড় কোটি টাকায়। এনিয়ে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও তার দোষর পৌর যুবলীগ নেতা জনি ক্ষিপ্ত হয়। এই ঘটনার জেরে গত ১৮ মে রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার দিকে ধান গবেষণা কেন্দ্রের সামনের সড়কে একটি মোটরসাইকেলে করে তিন জন ব্যাক্তি চলন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমার ডান পাশের উরুর উপরে জখম হয়। পরে আমাকে এ্যাম্বুলেলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে মতিহার থানায় মামলা করেছেন।

৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান জানান, এই আক্রমণের সাথে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও পৌর যুবলীগ নেতা জনি জড়িত।

অভিযোগ প্রসঙ্গে কথা বলতে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাতের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

পৌরযুবলীগ নেতা জনি বলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান ছুরিকাহত হওয়ার পর আমার সাথে কথা বলেন। আমরা সবাই তাকে সহযোগীতা করি। তিনি মামলার এজাহার আমাকে দেখিয়েছেন। অথচ এখন কী এমন হলো জানা নাই। তবে আমি আগামী কাটাখালী পৌরনির্বাচনে অংশ নিতে চাই। এ কারণে একটি পক্ষ হয়তো এর পেছনে কাজ করছে যারা আমাকে নির্বাচন করতে দিতে চায় না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে