সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ২:৩৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশের সরাবাড়ি গ্রামে পুকুর থেকে এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রিজের খালে ওই মরদেহ ভাসতে ছিল। তখন স্থানীয়রা দেখে তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।