বাংলাদেশের প্রথম মডেল প্রাণিসম্পদ কমপ্লেক্সের উদ্বোধন

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
বাংলাদেশের প্রথম মডেল প্রাণিসম্পদ কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের প্রথম মডেল প্রাণীসম্পদ কমপ্লেক্সের শুভ উদ্ভোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলা প্রণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মডেল প্রাণীসম্পদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী থানা অফিসার ইনচার্জ অতিয়ার রহমান,যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন এফ এফ প্রমূখ।

প্রধান তার বক্তব্যে বলেন, দেশের প্রথম মডেল প্রাণীসম্পদ কমপ্লেক্স হয়েছে নওগাঁর বদলগাছীতে। প্রাণী সম্পদের চিকিৎসা মান উন্নয়ন ও জনগনের দ্বারপ্রান্তে এই সেবা পৌঁছনোর জন্য ভেটেরিনারি জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার,এনিমেল কেয়ার সেন্টার,পেট এন্ড বার্ড সেন্টার, আল্ট্রাসনোগ্রাম ও স্যাম্পল কালেকশন তৈরি করা হয়েছে।

এখানে দিনরাত ২৪ ঘন্টায় পশু-পাখিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে।

উদ্ভোধন শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫০জন উপকারভোগী ভেড়া খামাড়ীদের মাঝে ঘড় তৈরীর জন্য ৫টি করে রবার ফোরমেট, ৪টি সিমেন্টের পিলার, ২টি করে ঢেউটিন বিতরণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে