ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ১১:২৭ পূর্বাহ্ণ |
ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

পদ্মাটাইমস ডেস্ক : লাইম লাইটের আলো যেন মুখিয়েই থাকে তার ওপর পড়ার জন্য। বিতর্কও যেমন তার পিছু ছাড়ে না, তেমনই গ্ল্যামারের আলোও তার সঙ্গে সদাই জুড়ে থাকে। তিনি ইলন মাস্ক। ফের বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা ছিনিয়ে নিলেন তিনি। বার্নার্ড আর্নল্টকে টপকে ফের বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন টেসলার মালিক। ব্লুমবার্গের রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে।

চলতি বছরের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল আর্নল্ট ও ইলনের মধ্যে। নতুন সেশনে কে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি বিবেচিত হবেন, তা নিয়ে বিপুল চর্চা ছিল। তবে সম্প্রতি টেসলার শেয়ারের পতন হওয়ায় ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন ইলন। প্রথম স্থানে ছিলেন লাক্সারি টাইকুন বার্নার্ড আর্নল্ট। তবে আবারও পট পরিবর্তন হয়। আর তার জেরে শেয়ারের মূল্যের নিরিখে ফের এক নম্বরে চলে আসেন ইলন।

প্রতি মাসেই বিশ্বের প্রথম ৫০০ জন ধনীতম ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। সেখানেই প্রথম স্থান দখলের জন্য লড়াই চলছিল এলন মাস্ক ও আর্নল্টের। গত ডিসেম্বরে আর্নল্ট প্রথমবার টেসলা কর্তাকে টপকে গিয়েছিলেন। তবে এপ্রিল থেকেই আবার আর্নল্টের এলভিএমএইচয়ের শেয়ারে পতন ঘটতে শুরু করে। এখনও পর্যন্ত ১০ শতাংশ শেয়ারের পতন হয়েছে। শেয়ার বাজারে এই অনিশ্চয়তার কারণেই একদিনেই ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার খুইয়েছে লাক্সারি ব্রান্ড লুই ভিটন, ফেন্ডি ও হেনেসি।

টুইটার কেনার পর থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে গেছেন ইলন। গত বছর থেকেই ইলনের অন্য সংস্থা টেসলার শেয়ারে পতন শুরু হয়। তবে চলতি বছরে ফের টেসলার শেয়ারের দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এর জেরে ইলনের সম্পত্তি ৫ হার ৫৩০ কোটি ডলার বৃদ্ধি পায়। এই মুহূর্তে ইলনের সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ২৩০ কোটি ডলার! দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের সম্পত্তি পরিমাণ ৮ হাজার ৬৬০ কোটি ডলার!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে