বাগমারায় ভবানীগঞ্জে অগ্নিকান্ডে তিনটি দোকান ভষ্মিভূত

প্রকাশিত: জুন ৩, ২০২৩; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
বাগমারায় ভবানীগঞ্জে অগ্নিকান্ডে তিনটি দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের পুরাতন মহুরী পট্টি এলাকায় শুক্রবার রাত এগারোটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত এগারোটার দিকে মহুরী পট্টির জয় টেইলার্সের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা জয় টেইলার্স থেকে পার্শবর্তী সোহেল মুদি স্টোর সহ একটি তুলার দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী শেখ পাড়ার কয়েকটি বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে সেখানে বেশ কিছু বাড়ির টিনের চালা ও দরজা জানালার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস টিম দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। খবর পেয়ে বাগমারা থানার একটি টহল টীম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রন করতে গেলে দ্রুত তাদের গাড়ির রিজার্ভের পানি শেষ হয়ে যায়। এ সময় তারা পার্শ্ববর্তী উপজেলা পরিষদের দিঘী থেকে মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

জয় টেইলার্সের মালিক উজ্জল হোসেন জানান, আগুনে তার দোকানের সকল মালামাল ও একটি ৮০ সিসি ডায়াং মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জানান, অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারন করে ক্ষতিগ্রস্থদের যথাসাধ্য সহায়তা প্রদান করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে