চরতারাপুরে জাতীয় আইনগত সহায়তা কমিটির সভা

প্রকাশিত: জুন ৩, ২০২৩; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
চরতারাপুরে জাতীয় আইনগত সহায়তা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) পারুল আকতার বলেছেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা প্রদান জনগণের সাংবিধানিক অধিকার।

এ অধিকার থেকে যেনো অসহায়, অস্বচ্ছল, সহায়-সম্বলহীন গরিব মানুষগুলো বঞ্চিত না হয় সে জন্যই সরকার লিগ্যাল এইড কমিটি তথা জাতীয় আইনগত সহায়তা কমিটি গঠন করেছে। সরকারের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ লিগ্যাল এইড। অস্বচ্ছল বিচার প্রত্যাশীদের বন্ধু হচ্ছে সরকার-এটাই লিগ্যাল এইডের মূলমন্ত্র।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় আইনগত সহায়তা ইউনিয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকারি এ উদ্যোগে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কাজের সাথে জড়িত প্যানেল আইনজীবীরা অনেক আন্তরিক। তাঁরা নামে মাত্র সরকারি ফিতে আইনগত সহায়তা দিয়ে থাকেন।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা ইউনিয়ন কমিটির সদস্য সংরক্ষিত আসনের ইউপি সদস্য রাশিদা খাতুন, হালিমা খাতুন, রেশমা খাতুন, সাধারণ সদস্য রুহুল আমিন, মোস্তফা খান, আব্দুল আলিম, শিক্ষক প্রতিনিধি আল হামরা পারভীন,ব্যবসায়ী প্রতিনিধি শাহজাহান আলী ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মানিক মিয়া প্রমুখ। সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে