এসিআই মটরসের বেআইনিভাবে ডিলারশিপ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুন ৩, ২০২৩; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
এসিআই মটরসের বেআইনিভাবে ডিলারশিপ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: এসিআই মটরস কর্তৃক বেআইনিভাবে ডিলারশিপ অপসারনের পায়তারা ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার এফ জে এন্টারপ্রাইজের সত্বাধিকারী জামাল হোসেন।

শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, কেশরহাট পৌরসভার এফ জে এন্টারপ্রাইজের সত্বাধিকারী জামাল হোসেন। তিনি বলেন, দুই বছর আগে আমি মোহনপুর উপজেলায় এসিআই মটরস এর সকল শর্ত পূরণ করে ডিলারশীপ গ্রহণ করি। এতে আমার ব্যবসা কার্যক্রম চালানোর জন্য প্রায় ৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

গত ১৬মে বেআইনি ভাবে মিথ্যা অভিযোগ তুলে একতরফা ভাবে চুক্তি বাতিলের জন্য ইমেইলে নোটশ প্রদান করে। নোটিশের প্রেক্ষিতে পরপর তিনবার কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দেয়নি। এছাড়াও ফেসবুক আইডিতে ডিলার আবশ্যক বলে বিজ্ঞপ্তি দেয়।

আমি এসিআই কোম্পানির এমন বিব্রতকর কাজের জন্য কোম্পানীর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসকে আসামী করে কোম্পানীর উপর রাজশাহী আদালতে মামলা দায়ের করি। আদালত শুনানি করে আমার মোপনপুর উপজেলায় আর কাউকে ডিলারশীপ না দিতে ও মালামাল সরবরাহ করতে আদেশ দিলেও কোম্পানী তা করছে না।

কেশরহাট পৌরসভার এফ জে এন্টারপ্রাইজের সত্বাধিকারী জামাল হোসেন কোম্পানীর এমন বেআইনি কাজের প্রতিবাদ ও শাস্তি দাবি করেন। এই সময় এফ জে এন্টারপ্রাইজের সত্বাধিকারী জামাল হোসেনের সাথে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ ও হারুন অর রশিদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে