মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী ইশতেহার ঘোষণা শনিবার

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী ইশতেহার ঘোষণা শনিবার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একজন রিটার্নিং অফিসার ও ১১ জন সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে প্রার্থীদের প্রতীক দেয়া হয়।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। মেয়র পদে ৪ জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিপরিতে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপরিতে ১১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা) প্রতীক নিয়ে।

রাসিক নির্বচান উপলক্ষে ৩ জুন শনিবার আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সকাল ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়াম তিনি নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সকল সাংবাদিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য অহব্বান করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে