পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ২:৩৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার মহাসড়কে দ্রুত গতির মোটরসাইকেল ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে  নাভিদুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।তিনি বানেশ্বর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাবুর ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক নাভিদুল রঘুরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী বাবুল আক্তার বাবু জানান, মহাসড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বানেশ্বর থেকে বেলপুকুর যাওয়ার সময় ভ্যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যান। পড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে আবার ধাক্কা খেয়ে মাথায় গুরুত্ব আঘাত পান নাভিদুল ইসলাম।
পরে আমরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে ফায়ার সার্ভিসের গাড়ীতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু দিন আগে নাভিদুল নতুন মোটরসাইকেল কিনেছেন। অল্প বয়স হাইওয়ে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ভ্যানের সাথে ধাক্কা খান। পরে আবার দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় রক্ত ক্ষরণ হলে রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে