বুড়িগঞ্জে বাউল সংগীত একাডেমীর যাত্রা শুরু

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ১১:১১ পূর্বাহ্ণ |
বুড়িগঞ্জে বাউল সংগীত একাডেমীর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জে বাউল সংগীত একাডেমীর যাত্রা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বুড়িগঞ্জ বাজারে এই বাউল সংগীত একাডেমি ফিতাকেটে উদ্বোধন করেন নিসচা কেন্দ্রীয় সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।

ঐ সংগীত একাডেমির পরিচালক ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম রবি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক জহুরুল ইসলাম, নামুজা ইউনিয়ন শ্রমীক লীগ সভাপতি সাইদুল ইসলাম, গোলাম রব্বানী, বাউল খাঁজা মিয়া, রাজু আহম্মেদ, দেলোয়ার হোসেন, জামিল উদ্দিন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, সেকেন্দার আলী, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ঐ একাডেমির পরিচালক আব্দুর রহমান বলেন, আমি সংগীত পাগল মানুষ। প্রায় ৩০ বছর হলো সংগীতের সাথে আমার পথচলা। আমার অনেক গানের শিক্ষার্থী এখন গান গেয়ে বড়বড় জায়গায় প্রতিষ্ঠিত।

আমার দীর্ঘ দিনের প্রচেষ্টা ছিলো বাউল সংগীত একাডেমি প্রতিষ্ঠান করবো। আমি তা করতে পেরেছি। এই একাডেমি থেকে বাউল, লালন ও ভাবগানের চর্চা করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে