ভর্তুকি মূল্যে মুরগির বাচ্চা পাবেন খামারিরা

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ১২:০৩ পূর্বাহ্ণ |
ভর্তুকি মূল্যে মুরগির বাচ্চা পাবেন খামারিরা

পদ্মাটাইমস ডেস্ক : খামারিদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজার মুরগির বাচ্চা ভর্তুকি মূল্যে বিতরণ করা হবে। বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটা থেকে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘২০২৩-২৪ অর্থবছরে আমাদের লক্ষ্য হলো দেশজ উৎপাদিত দুধের দৈনিক মাথাপিছু প্রাপ্যতা ২৩৬ গ্রামে উন্নীত করা। গবাদিপশুর জাত উন্নয়ন ও সংরক্ষণে ৪৬ লাখ মাত্রা সিমেন উৎপাদন করে দেশব্যাপী ৪২ লাখ গাভি বা বকনাকে কৃত্রিম প্রজনন করানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া সরকারি পোলট্রি খামারে ৪১ লাখ ৫০ হাজার মুরগির বাচ্চা উৎপাদন ও ভর্তুকি মূল্যে বিতরণ করা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে