রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: জুন ১, ২০২৩; সময়: ১০:১৫ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে “ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট-২০২৩” এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্ট এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি।

জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ইউসুফ হারুন, সিনিয়ির সচিব, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আনিসুর রহমান বিপিএম (বার), পিএিম (বার), পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন, জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী, মনোজ কুমার, সহকারী হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন, সুদর্শন ঘোষ, সাধারণ সম্পাদক, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী চক্রবর্তী, এ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, সপুরা সিল্ক মিলস লিমিটেড, রাজশাহীর প্রতিনিধি, বাংলাদেশ টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব শেখ মঈনউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

আরো উপস্থিত ছিলেন রনি সরকার, চিফ ডেভেলপমেন্ট অফিসার, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, রবি সংকর, কোচ, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, সব্বসাচি গুহ, চিফ ফিটনেস ট্রেনার, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ সময় কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সভাপতি ডা. শাহাদাৎ হোসেন রওশন, সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলুসহ নির্বাহী সদস্যগন, আজীবন সদস্যগন, সিনিয়র সদস্যগন ও টেনিস কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ।

গত ৩১ মে হতে ১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত দুই দেশের জুনিয়র খেলোয়াড়দের নিয়ে জুনিয়র টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত টেনিস খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করেন এবং অদ্য ১জুন হতে ৩ জুন ২০২৩ তারিখ পর্যন্ত সিনিয়র খেলোয়াড়দের নিয়ে ভ্যাটার্নস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ ক্যাম্প ও টুর্নামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে গত ২৮ মে ২০২৩ তারিখ বিকালে বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতার ১২ জন জুনিয়র টেনিস খেলোয়াড়, ৩ জন কোচ, ১ জন ফিটনেস ট্রেনার, ১ জন অফিসিয়াল ও ৪ জন অভিভাবকসহ মোট ২১ জনের দল এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীতে আগমন করেছেন। মৌসুমী চক্রবর্তী, এ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা এই দলের নেতৃত্বে রয়েছেন।

অদ্য ১ জুন ২০২৩ তারিখ সন্ধায় প্রধান অতিথীর উপস্থিতিতে বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর মধ্যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়। “ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট-২০২৩” এর পৃষ্ঠপোষকতায় আছেন বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম ও মিডিয়া পার্টনার হিসেবে আছেন এটিএন বাংলা। টুর্নামেন্টের সবগুলো খেলা এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে