পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রকাশিত: জুন ১, ২০২৩; সময়: ৮:২৯ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে ইভা আক্তার (৫) ও আদিবা আক্তার (৫) নামের দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার একই গ্রামের বাবুল হোসেনের মেয়ে ও আদিবা আক্তার আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান দেখতে স্থানীয়রা। তাদের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।