রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

প্রকাশিত: জুন ১, ২০২৩; সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ |
খবর > খেলা
রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবে প্রথম মৌসুমে কিছুই জেতা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিংস কাপ আর সুপার কাপের ব্যর্থতার পর সৌদি লিগে তার দল শেষ করেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থেকে।

গতকাল লিগের শেষ ম্যাচে তারা আল ফাতেহকে হারিয়েছে ৩-০ গোলে। যদিও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি রোনালদো।

রোনালদো ভুগছেন পেশির চোটে। আল ইত্তিফাকের সঙ্গে ম্যাচের ৮৪ মিনিটে তুলে নেওয়া হয় পর্তুগিজ তারকাকে। নিজ দেশের ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের কথা মাথায় রেখে চোট নিয়ে এই ম্যাচে খেলেননি রোনালদো।

সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদো নাম লেখান গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। লিগে ১৬ ম্যাচ খেলে তার গোল ১৪টি। লিগে দ্বিতীয় হওয়া নাসর এই মৌসুমে অন্য ট্রফিও জিততে পারেনি।

এর আগে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় দলটি। জানুয়ারিতে আল ইত্তিহাদের কাছে সেমিফাইনালে তারা হারে ৩-১ গোলে।

রোনালদো আসার পর আল নাসরের প্রথম ব্যর্থতা ছিল সুপার কাপই। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় আল নাসর। হেরে যায় আল ওয়েহদার কাছে ১-০ গোলে। সৌদিতে প্রথম মৌসুমটা রোনালদোর ভালো যায়নি। পারফরম্যান্সে ‘রোনালদোসুলভ’ ছাপটা রাখতে পারেননি তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে