সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ৯:০৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বকবি তার লেখা কর্মে শিক্ষা ও সাহিত্যে অনন্য অবদান রাখার পাশাপাশি বাংলার স্বাধীনতা অর্জনে ভুমিকা রেখেছেন।
তার নানা সৃষ্টি বাংলার সাহিত্য বিশ্বজুড়ে সমৃদ্ধ করেছে। তারই ধারা অনুসরণ করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। তখন প্রধানমন্ত্রী নিজেও স্বকন্ঠে গেয়ে ওঠেন।
তার সংস্কৃতি মনোভাব আমাদের আন্দোলিত করে। তাই তিনি শ্রদ্ধাচিত্তে রবীন্দ্র গবেষনা ও স্মরনে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন।
তিনি বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্ব করেন।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চায়িত হয়। এসময় এমপি আনোয়ারুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে