বাগমারার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর আলম

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
বাগমারার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিদ্যালয় ক্যাটাগরিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এ ঘোষণার পর থেকেই ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ। পড়াশোনার মান বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা।

দক্ষ ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহায়তায় অল্প সময়ের মধ্যেই অধিক সুনাম অর্জন করে বিদ্যালয়টি। এছাড়াও পাবলিক পরীক্ষায় এসেছে জিপিএ-৫ সহ সন্তোষজনক ফলাফল।

বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন এবং বর্তমানে মনোরম পরিবেশ ও নানাবিধ উন্নয়ন করা হয়েছে। খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন ও লেখাপড়ায় বেশ পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

এছাড়াও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশিক্ষণে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে একদল প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলী অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টির উন্নয়ন সাধন করে যাচ্ছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত যাচাই-বাছাই পর্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে