বাগমারায় উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা সভা

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
বাগমারায় উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

সভায় আগামী অর্থ বছরের ঘোষিত ১৯কোটি ১০ লাখ ৩৩ হাজার ৭০৭ টাকার বাজেট নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, মমতাজ আক্তার বেবি, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, আনোয়ার হোসেন, আলমগীর সরকার, মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার ড.মোহা. আব্দুল মুমীত প্রমুখ।

গত ২৫ মে পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে যোগাযোগ, জনস্বাস্থ্য, সমাজকল্যাণ ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে