রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রে জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ১:৫৮ অপরাহ্ণ |
রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রে জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রক্সি দিতে আসা সাত জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মধ্যরাতে ‘প্রক্সি’ জালিয়াতি চক্রে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছে রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বিজয় বসাক।

খোঁজ নিয়ে জানা যায়, হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক এবং ছাত্রলীগের পদ প্রত্যাশী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী । গ্রেপ্তারের পর তার কাছ থেকে অসংখ্য এডমিট কার্ড পেয়েছে পুলিশ। এর পূর্বেও শান্তর বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে রাবির লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের স্বপন হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এনামুল হক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে