ভারতের কুস্তি ফেডারেশনকে বিশ্ব কুস্তি সংস্থার হুঁশিয়ারি

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
ভারতের কুস্তি ফেডারেশনকে বিশ্ব কুস্তি সংস্থার হুঁশিয়ারি

পদ্মাটাইমস ডেস্ক: ভারতের স্বনামধন্য কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের বিক্ষোভে উদ্বিগ্ন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) বা বিশ্ব কুস্তি সংস্থা।

কুস্তিগীরদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে ক্ষুব্ধ তারা। দীর্ঘ দিন ধরেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) নির্বাচনও হয়নি।

এই দুই কারণে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে (ডব্লিউএফআই) বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছে ইউডব্লিউডব্লিউ।

গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে বরখাস্ত করার পরে ইউডব্লিউডব্লিউ জানিয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তাদের।

কিন্তু, সেই নির্দেশ মানেনি ব্রিজভূষণ শরণ সিংয়ের নেতৃত্বাধীন ফেডারেশন। ফলে এ বার বিবৃতি জারি করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সেটা মানেনি। তার ফলে বরখাস্ত করা হতে পারে সংস্থাটিকে। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তা হলে প্রতিযোগীরা ভারতের পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’

কুস্তিগীরদের বিক্ষোভ নিয়েও বিবৃতি দিয়েছে ইউডব্লিউডব্লিউ।

ওই বিবৃতিতে বলা হয়েছেন, ‘বিক্ষোভ দেখানোয় যেভাবে কুস্তিগীরদের হেনস্থা ও পরে আটক করা হয়েছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এক মাসের উপর হলো বিক্ষোভ দেখাচ্ছে কুস্তিগীররা। সরকারের উচিত তাদের দাবি শোনা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া।’

এদিকে, মঙ্গলবার সকালে কুস্তিগীররা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হরিদ্বারে গঙ্গায় নিজেদের সব পদক বিসর্জন দেবেন। কথা মতো বিকালেই হরিদ্বারে পৌঁছে যান বজরং, সাক্ষী, বিনেশরা। পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

যদিও শেষমেষ কৃষক নেতারা সেখানে গিয়ে কুস্তিগীরদের পদক ভাসানো থেকে বিরত করেন।

তবে, কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন কুস্তিগীররা। এর মধ্যে তাদের দাবি না মানলে পাঁচ দিন পরে পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সূত্র-এনডিটিভি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে