কাটাখালিতে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ৭:৫৯ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালিতে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া হতে শ্যামপুর পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সামা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌরসভা যুবলীগের আহবায়ক জনি ইসলাম, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, আব্দুল মজিদ, মো. এনামুল হক, চাঁদনী বেগম ও আয়েশা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ। এ নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬ লাখ টাকা।