ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

প্রকাশিত: মে ২৯, ২০২৩; সময়: ৫:০০ অপরাহ্ণ |
ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৯ মে সকাল ১০ টার দিকে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ।

এসময় তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার রীতা রানী, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, ওসমানগণি, মোসাদ্দেক, গোলাম কিবরিয়া, আলহিল মাহমুদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক আবু মুছা স্বপন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে