মান্দায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

প্রকাশিত: মে ২৯, ২০২৩; সময়: ৩:১১ অপরাহ্ণ |
মান্দায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সরকারি একটি রাস্তা থেকে ইউক্যাপিলটাসের ৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার বাদলঘাটা-হাড়কিশোর রাস্তা থেকে লাখ টাকা মূল্যের গাছগুলো কেটে নেন বাদলঘাটা গ্রামের কামরুজ্জামান মণ্ডল ওরফে জামাল, আহম্মদ আলী, আব্দুর রাজ্জাক ও কাঠব্যবসায়ী কালাম আকন্দ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থ বছরে মান্দা সদর ইউনিয়ন পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাদলঘাটা-হাড়কিশোর রাস্তায় ৬ হাজারের বেশি ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করে। চারাগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষনের জন্য ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বর্তমানে গাছগুলো বেশ মেটাতাজা ও বড় হয়েছে। এতে লোলুপ দৃষ্টি পড়ে বাদলঘাটা গ্রামের কামরুজ্জামান মণ্ডল ওরফে জামালসহ কয়েকব্যক্তির। তারা গায়ের জোরে বড়বড় ৫টি গাছ বিক্রি করে দেন। রোববার দুপুরে গাছগুলো কেটে নিয়ে যান কাঠব্যবসায়ী কালাম আকন্দ।

বাদলঘাটা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি সাপেক্ষে সমিতির সদস্যরা ওই রাস্তায় গাছগুলো রোপণ করে।

এতে উপকারভোগীরা ৭৫ ভাগ, ইউনিয়ন পরিষদ ২০ ভাগ ও সংশ্লিষ্ট ভূমি মালিকেরা ৫ ভাগ টাকা পাবেন। বর্তমানে গাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছে। এ অবস্থায় গাছগুলো জোর করে বিক্রির ঘটনায় সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত কামরুজ্জামান মণ্ডল জামাল বলেন, সমিতির সদস্যদের মতামত নিয়ে গাছগুলো বিক্রি করা হয়েছে। টেণ্ডার প্রক্রিয়া ছাড়া সরকারি রাস্তার গাছ এভাবে কাটতে পারেন কি না জানতে চাইলে তিনি মোবাইলফোনের সংযোগ কেটে দেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে