জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ৯:২৫ অপরাহ্ণ |
জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আব্দুস সালাম (৪৫) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।
রোববার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মুক্তাদির আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট ফিরোজা চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার চকবিবি গ্রামের মোজাহার আলীর ছেলে আব্দুস সালামের সাথে তার মামাতো বোন সদর উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে সাবিনার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাঁর স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে। এর মাঝে তাদের সংসারে দুইটি সন্তান জন্ম নেয়।

এরপর ব২০১৩ সালের ৮ জুন স্বামী আব্দুস সালাম তার স্ত্রীকে মারপিট করে পা ভেঙ্গে দিয়ে ভ্যানযোগে স্ত্রীর বাবার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ীতে পাঠিয়ে দেন। সন্ধ্যা ৭টার দিকে সাবিনার স্বামী আব্দুস সালাম তার শশুর বাড়ি এলাকায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ৭০ হাজার দাবি করে। স্ত্রী সাবিনা যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্বামী আব্দুস সালাম তাকে ছুরি দিয়ে আঘাত করে পেটের নারি ভুরি বের করেন।

পড়ে গুরুতর অবস্থায় প্রথমে জয়পুরহাট হাসপাতলে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর স্ত্রী সাবিনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর স্বামী আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। দীর্ঘ শুনানি শেষে 8 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ স্বামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে