পবায় সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ৯:১২ pm |
পবায় সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পবায় সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের অভ্যন্তরীন দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পবা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মো. মতিউর রহমান। পবা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারঘাট সাব রেজিস্ট্রার মোসা. খালেদা সুলতানা ও তানোর সাব রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলাম।

এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক, সাধারণ সম্পাদক লুৎফার রহমান তারেক, বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জজামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম আবু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আবু জাফর, এজার আলী, মাজদার রহমান ও শাহিন আলমসহ সমিতির সকল সদস্যবৃন্দ। শেষে দলিল লেখকদের কাজে উৎসাহ বাড়ানোর জন্য র‌্যাফেল প্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন আহসান হাবিব বাবু, খন্দোকার কাউসার আলী ও তারেক হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে