গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছরে পুরস্কার বিতরণ

প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ৩:৪০ pm |
গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছরে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘ জুলিও কুরি’’ পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলা মিলনায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যা সুফিয়া খাতুন মিলি।

গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে স্পর্ট কুইজের মাধ্যমে ২০ জন বিজয়ী স্কুূল শিক্ষার্থীদের পুরস্তার তুলে দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে