একা হয়ে যাচ্ছেন ইমরান খান

প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ১০:১৯ পূর্বাহ্ণ |
একা হয়ে যাচ্ছেন ইমরান খান

পদ্মাটাইমস ডেস্ক: অসময়ে কেউ থাকে না পাশে। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ও জামিন কাণ্ডের পর থেকে হঠাৎই যেন একা হয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

কাছের মানুষ, ঘনিষ্ঠজনসহ একে একে সবাই ছেড়ে যাচ্ছেন এক সময়ের প্রাণপ্রিয় এই নেতাকে। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত দল ছেড়ে বেরিয়ে গেছে ৭৪ জন নেতা । ইসলামাবাদ থেকে ১ জন।

পাঞ্জাব থেকে ৫৪ জন। খাইবার পাখতুনখাওয়া থেকে ১০ জন। সিন্ধু থেকে ১৭ এবং বেলুচিস্তান থেকে ২ জন। জিইও নিউজ। ৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গ্রেফতারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান।

ক্ষিপ্ত সমর্থক ও কর্মীরা রাষ্ট্রীয়-সামরিক স্থাপনাসহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় তিন দিনের বিক্ষোভে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছে। আহত হয় আরও কয়েক ডজন।

পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআই কর্মীদের ওপর শুরু ধরপাকড়-তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারে অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক-সামরিক নেতৃত্ব। আর্মি অ্যাক্টসহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়।

ধরে নিয়ে যায় পিটিআইয়ের প্রভাবশালী নেতাদের। সেনা-সরকারের এ ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। এক পর্যায়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগীসহ বেশ কয়েকজন পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন।

একইসঙ্গে সামরিক স্থাপনার হামলার জন্য ইমরান খানকেই দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআই নেতাদের দেখা দিয়েছে প্রদেশভিত্তিক ভাঙন।

যে কোনো সময় আমাকে হত্যা করা হতে পারে-ইমরান খান : ইমরান খান দাবি করেছেন, সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে। যে কোনো মুহূর্তে তাকে হত্যাও করা হতে পারে।

শুক্রবার ফ্রান্সের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই সেই শঙ্কার কথা আবারও তুলে ধরেন ইমরান। বলেন, সরকার এবং সামরিক বাহিনী হিটলারের মতো আচরণ করছে পিটিআইর নেতাকর্মীদের সঙ্গে।

দলীয় কর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। তিনি আরও বলেন, আমার দলের একের পর এক সিনিয়র নেতাদের গ্রেফতার করা হচ্ছে। তাদের বাড়িতে তল্লাশির নামে একের পর এক হামলা হচ্ছে। আমাকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে