যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিব্রত নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মে ২৭, ২০২৩; সময়: ৩:০০ অপরাহ্ণ |
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিব্রত নয়: পররাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার মোটেও বিব্রত নয়। এ ভিসা নীতির কারণে দেশ থেকে অর্থ পাচার কমবে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত ‘ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ: অ্যাডভান্সেস ইন হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকদের জন্য। যারা বিদেশে বাড়ি বানিয়েছেন, টাকা পাচার করেছেন তারা ভিসা নিতে যান। গরিবরা তো ভিসার জন্য যায়ই না। সুতরাং যুক্তরাষ্ট্রের নতুন এ ভিসানীতির কারণে টাকা পাচার কম হবে।

তিনি আরো বলেন, ভিসা দেওয়া না দেওয়া ওদের যুক্তরাষ্ট্রের ব্যাপার। তারা নিজের সুবিধার জন্যই ভিসা দেয়। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

ঢাকায় নিযুক্ত ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তার বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাড়তি নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রদূত এখন পর্যন্ত আবেদন করেননি। এছাড়া তারা এমন কোনো অন্যায় কাজ করেননি যে তাদের ওপর হামলা হবে। আমাদের দেশে নিরাপত্তার অভাব নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে