বাংলাদেশের সাফজয়ী কোচও পদত্যাগ করছেন!
প্রকাশিত: মে ২৭, ২০২৩; সময়: ১০:২৮ am |
খবর > খেলা / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক: শুক্রবার হঠাৎ বাংলাদেশের জাতীয় ফুটবল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী সদস্য সিরাত জাহান স্বপ্না। ব্যক্তিগত কারণ বলা হলেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকে ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। এবার সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও জাতীয় দলের চাকরি ছাড়তে যাচ্ছেন!
১ জুন থেকে আর কোচের পদে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোটন। তিনি বলেছেন, ‘অনেক তো হলো। আর নিতে পারছি না। ভোর ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি।
পরিবার কিংবা আত্মীয়-স্বজন কাউকে সময় দিতে পারছি না। ব্যক্তিগত কোনও কিছু নেই বললেই চলে। ১ জুন থেকে আর কাজ করবো না। বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়ে দেবো। এটাই আমার সিদ্ধান্ত।’
২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হয়ে আছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি।