আইপিএলের শেষ দুটি ম্যাচে আগ্রহ বাড়ছে দর্শকদের

প্রকাশিত: মে ২৬, ২০২৩; সময়: ৪:০৭ অপরাহ্ণ |
খবর > খেলা
আইপিএলের শেষ দুটি ম্যাচে আগ্রহ বাড়ছে দর্শকদের

পদ্মাটাইমস ডেস্ক : জমজমাট আয়োজনে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শেষ হতে মাত্র দুই ম্যাচ বাকি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট যতই সামনে এগোতে থাকে, ততই দর্শকদের মাঝে আগ্রহ বাড়তে থাকে।

তার ওপর চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির জন্য দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

ফলে সবার আগে ফাইনালে ওঠা চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে দর্শকরা কাউন্টারে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেছেন। তবে টিকিট ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজকের (২৬ মে) দ্বিতীয় কোয়ালিফায়ার ও আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের ফাইনাল।

সেখানে চেন্নাইয়ের প্রতিপক্ষ কারা হবে, সেটি আজ রাতের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জানা যাবে। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মোকাবিলা করবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

দুটি ম্যাচের জন্যই দর্শকদের মাঝে তুমুল উৎসাহ দেখা গেছে। কাউন্টার খুলতেই আগে টিকিট সংগ্রহ করার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে কয়েকজন নিচে পড়ে যান। পদপিষ্ট হওয়ার শঙ্কার মাঝেই কয়েক জন আহত হন, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ার গুজরাট মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাইয়ের। গুজরাটকে ১৫ রানে হারিয়ে চেন্নাই রেকর্ড দশমবারের মতো আইপিএলের ফাইনালে ওঠে যায়।

দ্বিতীয় সর্বোচ্চ চারবারের এই চ্যাম্পিয়নদের পর এখন পর্যন্ত ৬ বার ফাইনাল খেলেছে রোহিত শর্মারা। এর মধ্যেই তার দল মুম্বাই পাঁচবার শিরোপা ঘরে তুলেছে।

শিরোপা অর্জনের মুখোমুখি লড়াইয়েও চেন্নাইয়ের চেয়ে এগিয়ে মুম্বাই। ফাইনালে দু’দলের চার দেখায় মুম্বাই তিনবারই জিতেছে।

তবে এবারের ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ হিসেবে যারাই উঠুক, দর্শকদের উন্মাদনা একইরকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। গত আসরে প্রথমবারের মতো আইপিএলে যুক্ত হয়েই শিরোপা জিতেছিল গুজরাট।

এবারও পুরো আসরজুড়ে তারা সবচেয়ে ধারাবাহিক ছিল। পয়েন্ট টেবিলের নম্বর ওয়ানে থেকেই প্লে-অফে উঠে দলটি। আইপিএলের বাকি দুটি ম্যাচের টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। তবুও কাউন্টারে তাদের ভীড় দেখেই উত্তেজনা কিছুটা আঁচ করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায়, কোয়ালিফায়ার-২ ও ফাইনালের টিকিট কিনতে স্টেডিয়ামে দর্শকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। সূর্যের আলো ও প্রখর তাপও তাদের উৎসাহে প্রভাব ফেলছে না।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বসে আইপিএলের শেষ দুটি ম্যাচ উপভোগ করতে টিকিট কিনতে বিপুল সংখ্যক মানুষ স্টেডিয়ামে পৌঁছান। তবে তারা টিকিট অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন।

কেউ কেউ বলছেন, যে অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে টিকিট পাওয়া যাচ্ছে না। বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিট পরেই দেখানো হচ্ছে সব টিকিট শেষ। চাইলেও আর টিকিট কাটার সুযোগ থাকছে না।

অন্যদিকে, একসঙ্গে এত মানুষ টিকিট নিতে আসবেন, আশা করেননি গুজরাট ক্রিকেট সংস্থার কর্মকর্তারা। তাই তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেননি। ফলে টিকিট কিনতে আগ্রহী মানুষদের একপর্যায়ে হাতাহাতিতে জড়াতেও দেখা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে