নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে আ.লীগের পাল্টা কর্মসূচী ঘোষণায় উত্তেজনা

প্রকাশিত: মে ২৬, ২০২৩; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে আ.লীগের পাল্টা কর্মসূচী ঘোষণায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবনের সামনে নাটোরে জেলা আওয়ামী লীগ শনিবার (২৭ মে) শান্তি সমাবেশ পালনের ঘোষণা দেয়ায় শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। একই দিন একই স্থানে বিএনপির পূর্বঘেষিত কর্মসূচী রয়েছে।

বিএনপির ওই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান লালুর উপস্থিত থাকার কথা রয়েছে বলে দলীয় সুত্র দাবি করেছে। গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতন ও সরকারের পদত্যাগ সহ ১০ দাবিতে জেলা বিএনপি নাটোরে একই দিন এবং একই স্থানে সমাবেশ করবে।

এই কর্মসূচীর বিপরীতে একই সময় পাল্টা কর্মসূচী পালন করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রান নাশের হুমকি সহ বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীলীগ শহরের আলাইপূরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত বিএনপির কেন্দ্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবনের সামনে ২৭ মে শান্তি সমাবেশ করার ঘোষনা দেয়। ওই দিন জেলা বিএনপির কার্যালয়ের সামনে মঞ্চ তৈরী করে আওয়ামী লীগ সভা করার ঘোষণা দেয়ােেক কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। দু দলই একই স্থানে কর্মসূচী পালনের ব্যাপারে অনড় রয়েছে। ইতিপূর্বে গত ১ এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে দু’দলের ডাকা পাল্টাপাল্টি কর্মসূচীতে পূলিশ বাধা না দেওয়ায় বিএনপি-আওয়ামীলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, পূর্বঘোষিত কর্মসূচী পালনের অংশ হিসেবে বিএনপি ২৭মে শনিবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু। এছাড়া থাকবেন বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ সহ রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

ডালিম বলেন, কর্মসূচীতে আমরা কোন সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করতে চাই। আমরা আমাদের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করবো। একই স্থানে আওয়ামীলীগ কর্মসূচী দিলে সহিংসতা-সংঘাত অনিবার্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করতে জেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনিক অনুমিত নেওয়া হয়েছে। শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যেখানে অনুমতি দিবেন সেখানেই তারা তাদের কর্মসূচী পালন করবেন।

এদিকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে ডাকা সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশ থেকে ২৭ মে বিএনপির কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ কর্মসূচীর ডাক দেয় জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক শেখ বলেন, বিএনপির কর্মসূচীর লক্ষ্যই সহিংসতা করা। তারা যে কোন উপায়ে নাটোরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে। বিএনপির কোন ধরনের উস্কানি বরদাস্ত করা হবেনা। তারা যাতে সহিংসতা না করতে পারে সেজন্য রাজপথে তৎপর থাকবে আওয়ামী লীগ।

পূলিশ সুপার সাইফুর রহমান বলেন, ২৭ মে একই স্থানে দু’দলের কর্মসূচী ঘোষনার পর পূলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকায় অতিরিক্ত পূলিশ মোতায়েন করা হয়েছে। দু’দলকে পৃথক স্থানে কর্মসূচী পালনের জন্য বলা হয়েছে। এরপরও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় পূলিশের যা করনীয় তাই করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে