‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে বন্ধুর বেশ, ৫ কোটি টাকা প্রতারণা

প্রকাশিত: মে ২৪, ২০২৩; সময়: ১:৫৩ অপরাহ্ণ |
‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে বন্ধুর বেশ, ৫ কোটি টাকা প্রতারণা

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমানে প্রযুক্তির সাহায্যে মানুষ দিন দিন উন্নতির দিকে এগুচ্ছে। প্রযুক্তির সহায়তায় উন্নতির চরম শিখরে পৌছে গেছে মানুষ। কিন্তু প্রযুক্তির বিভিন্ন অপব্যবহারও করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির হুবহু নকল করা যায়। এই ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে কেউ যদি অন্য কারও মুখাবয়ব ধারণ করে ভিডিও কল করেন, তা হলে আসল এবং নকলের পার্থক্য খালি চোখে ধরা পড়া খুব একটা সহজ নয়।

প্রতারকেরা তাই অপরাধের সময় হাত বাড়াচ্ছে এই সব প্রযুক্তির দিকে। রয়টার্স সূত্রে খবর, উত্তর চিনের এক বাসিন্দা ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে পাঁচ কোটি টাকার প্রতারণা করেছেন। তাকে ধরতে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।

বাওটাউ সিটি পুলিশের দাবি, চিনের এক বাসিন্দার ঘনিষ্ঠ বন্ধুর চেহারা নকল করেছিলেন ওই প্রতারক। তার পর ভিডিয়ো কল করে নিজের প্রয়োজনে পাঁচ কোটি টাকা সাহায্য চান বন্ধুর কাছে। চিনের ওই বাসিন্দা ভাবেন, সত্যিই তাঁর বন্ধু বিপদে পড়ে তাঁর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

তাই বন্ধু সাজা প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দেন তিনি। টাকা পাঠানোর পর আসল ঘটনা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে খুব শীঘ্রই তারা অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করবে।

তবে এই প্রযুক্তির সাহায্যে প্রতারণার মাত্রা ক্রমেই বেড়ে চলছে। তাই সবাইকে প্রযুক্তির ব্যবহারে আরো সতর্ক হতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে