ঝড়ে স্কুলের ছাদ ভেঙে শিশুসহ নিহত ৭ জন

প্রকাশিত: মে ২৪, ২০২৩; সময়: ১২:৫১ অপরাহ্ণ |
ঝড়ে স্কুলের ছাদ ভেঙে শিশুসহ নিহত ৭ জন

পদ্মাটাইমস ডেস্ক : থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পিচিত প্রদেশে ঝড়ের কারণে একটি স্কুলের ছাদ ভেঙে চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন।

সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় পিচিত প্রদেশে। ঝড়বৃষ্টি শুরু হলে প্রাণে বাঁচতে ওয়াত নার্ন প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা।

কিন্তু বজ্রপাতে ধসে পড়ে স্কুলের ইস্পাতের ছাদ। এতেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহতদের মধ্যে কয়েকজন শিশু ছিল বলেও নিশ্চিত করেছ কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া অফিস জানায়, আগামী সপ্তাহজুড়েই এমন বৈরী পরিবেশ থাকতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে