রাজশাহীতে মেয়রে চারজনসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: মে ২৩, ২০২৩; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
রাজশাহীতে মেয়রে চারজনসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ তথ্য জানিয়েছেন রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন চারজন। এরমধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শেষ দিন ২৩ মে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম ফারুকী এবং জাকের পার্টি সমর্থিত প্রার্থী আনোয়ার লতিফ মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন তুলেছিলেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৪ জন। সংরক্ষিত ১০ নারী আসনের জন্য মনোনয়নপত্র তুরেছেন ৪৭ জন। জমা দিয়েছেন ৪৬ জন। এছাড়াও মেয়র পদে চারজন মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন চারজন।

দেলোয়ার হোসেন বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন। আর ২১ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।

রাজশাহী সিটিতে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দেবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে